হৃৎপিণ্ড
জুলকার নাঈন
ও মহাজন–
করব না আর তোর জিকির
চাষ করেছি সংগ্রাম,
আমার শষ্য বাঁচবে এবার
ঝরলে ঝরুক কৃষক প্রাণ।
খেয়েছিস মুকুল আদরের শাঁস
ভোর দেখে যা চাতক চোখ,
ফেঁপেছে রে মানব সায়র
কোথায় যাবি নপুংশক।
পঙ্গপালের দিন ঘুনে খায়
চাষ করেছি কীটনাশক,
বাড়তে থাকে চারার বয়স
ধেয়ে আসে তোর মরণ শোক।
গলছে এবার শোষক মেদ
ঝুলছে রুগ্ন শিশু স্বপন,
ঝরছে ধুসর জাগতিক ঘাম
টলছে ঐ অপয়া আসন।
নিয়ে যা তোর নেশার রাজ্য
সঞ্চয় আমার এই দুহাত,
পেশীর ঘামে আমরা মাতাল
কাল ভোরে তুই দেখবি করাত।
উঠেছে রে নতুন সূর্য্য
শষ্য ভরা সংগ্রাম,
স্বাধিনতার ভেজা ঠোঁটে
আদর মাখে মানব প্রাণ।
লেখার স্থানঃ তংইয়ং, কোরিয়া।