ঘাসফুল
একেএম নজরুল ইসলাম
তারপর একদিন ঘাসফুল হয়ে জেগে উঠি,
বর্ণিল প্রজাপতির বেশে, উড়ে আসো তুমি।
অলস্য সময় কেটে যায় আমার তোমার,
আমি ঘাসফুল, মধু কোথায় পাব বলো?
ফিরে চলে যাও তুমি, উড়ে, দূরে, বহু দূরে, আরো দূরে।
আমি ঘাসফুল, ক্ষণ-জন্ম আমার,
একদিন প্রতীক্ষার প্রহর শেষ হয়।
তুমি ফিরে আসো না কভু, ভুলে কিম্বা মোহে,
আমি ঝরে পরি, আরো একটা প্রজাপতি আসে,
ফিরে যায়, উড়ে যায়, দূরে যায়, ঘৃণা-দ্রোহে।
আমি ঘাসফুল, আমি মরে যাই,
কোন সমাধি হয় না রচনা আমার,
কোন স্মৃতি থাকে না জমে,
কত ঘাসফুল ফুটে, কত প্রজাপতি উড়ে,
কে কার কথা মনে রাখে, কে কবে রাখবে।।
রচনাকাল: ২৭/০৩/২০১৬ খ্রিস্টাব্দ ।
স্থান: ময়মনসিংহ, বাংলাদেশ ।
লেখক সম্পর্কে: একেএম নজরুল ইসলাম (নিলয়), বর্তমানে জাপানের টোকিওতে নবায়নযোগ্য শক্তি বিশারদ হিসেবে কর্মরত আছেন। তার সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইটে: https://akmnazrul.com/। তার সাথে ফেইসবুকে: https://www.facebook.com/akmnazrul.official এই লিংকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।