এলোমেলো
মুবিন হাসান
তোমার পায়ে পরা পায়েল
আমার চোখে ডার্ক সার্কেল।
আমার রাত জেগে লিখা মেইল
আর স্ক্যামে ভরা জিমেইল।
আমার হতাশ দীর্ঘশ্বাস
আর অনলি মি করা স্ট্যাটাস।
আমার ভাঙাচুরা এই মন
আর এলোমেলো এ জীবন।
আমার রাত জেগে দেখা চাঁদ
খোলা আকাশ খোলা মাঠ।
আমার পাতা ছেঁড়া সব বই
আর সুখগুলো সব কই?
[ কবির কথা: কবিতাটা আমার খুব একটা ক্রিটিকাল সময়ে লিখা। আমি তখন অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। মাস্টার্স এর স্কলারশিপ শেষ। সামনে ভিসাও শেষ হয়ে যাবে। এদিকে পিএইচডি স্কলারশিপ ম্যানেজ করতে হবে। অন্যথায় দেশে ফেরত যেতে হবে। এ সময় দেশে-বিদেশে করোনার বেশ প্রকোপ । অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ। দেশে যাওয়া হয় নি আড়াই বছর। আমি রাত জেগে মেইল লিখি। মনের হতাশাগুলো শেয়ার করার কেউ নেই।
আলহামদুলিল্লাহ, অবশেষে রাত জাগার কষ্ট আলাহ কবুল করেন। দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তারমধ্যে সাতটা থেকে পিএইচডি এর ফুল স্কলারশিপ পাই। আল্লাহ এর কাছে চাইলে আল্লাহ কাউকে ফেরান না। আল্লাহ্ সবার মনের আশা পূরণ করুন।
কবিতাটা ঠিক সে সময়েই লেখা। ]